শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন, সারোয়ার সভাপতি: শাপলা সম্পাদক

শেরপুর প্রতিনিধি: শেরপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে শেরপুর উপজেলা পরিষদের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এই কমিটি গঠন করা হয়।

ঝিনাইগাতীর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরীর আহবানে এবং সভায় সকল ভাইস চেয়ারম্যানদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় নকলা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারকে সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাকে সাধারণ সম্পাদক করা হয়।

এ সময় শেরপুর জেলার সকল উপজেলার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর