মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাটে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলো মাহাবুর রহমানের ছেলে মাহিম (৯) ও শফিকুল হকের ছেলে রাহুল (৪)। জানাযায়, মাহিম (৯) এর পিতার বাড়ি বানেশ্বর বাজারের পাশে জামিরা গ্রামে সে ছোট কাল থেকেই নানার বাড়িতে থেকে লিখাপড়া করে এবং রাহুল (৪) উপজেলার রাওথা এলাকার বাসিন্দা।

নিহত মাহিমের নানা শহিদুল হক জানান, নিহত মাহিমের শাপলা তোলার এক ধরনের নেশা ছিলো। প্রতিদিনই বাড়ীর লোকজনের চোখ ফাকি দিয়ে সে বিভিন্ন পুকুরে শাপলা তুলতো। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে হঠাত করেই মাহিমকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে জানা যায় মাহিমের সঙ্গে প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুলও নেই।

পরে অনেক খোঁজা-খুঁজির পরে স্থানীয় এক ব্যাক্তি জানান, তাদের দুই শিশুকে পাশে এক পুকুরের দিকে যেতে দেখেছেন। পরে বিকেল ৫ টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসীর সহাতায় শুরু হয় পানিতে খোঁজা-খুঁজি।

এক পর্যায়ে স্থানীয় মাদ্রাসা সংলগ্ন একটি খাল থেকে মাহিম ও রাহুলের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষনা করেন।

এ দিকে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় চলছে শোকের মাতম। এক মাত্র ছেলে রাহুলকে হারিয়ে মা জয়নব বেগম বার বার মৃর্ছা যাচ্ছেন। তাকে বোঝানো যেন কোন ভাবেই সম্ভব হচ্ছে না আত্মীয় স্বজনদের।

স্থানীয় ৫নং চারঘাট ইউপি সদস্য মোসাঃ সাজেদা বেগম বলেন, একই সঙ্গে একই এলাকার দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ছাড়াও এলাকাবাসীর মাঝেও দুঃখ ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের আরো খবর