মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৪০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার এক

মোস্তাফিজুর রহমান জীবন,রাজশাহীঃ সোমবার (২৪ আগষ্ট) রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে মো: মজিবুর রহমান (৪৮), পিতা: মৃত সিরাজউদ্দীন , সাং :গড়ের মাঠ, থানা: গোদাগাড়ী, রাজশাহী। ডিবির একটি টিম ২৪/৮/২০২০ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে রাত্রি অনুমান ৮.০০ টায় গোদাগাড়ী থানাধীন বারুইপাড়া এলাকা হতে উদ্ধারকৃত হেরোইনসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করে চলেছে রাজশাহী জেলা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: ইফতে খায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর)রাজশাহী।

এই বিভাগের আরো খবর