বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিজ ঘরে মা ও ছেলের লাশ

ডেস্কনিউজঃ চট্টগ্রামে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরের চান্দগাঁও থানা এলাকার রমজান আলী সেরেস্তাদারের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—গুলনাহার বেগম (৩৩) ও তার শিশুছেলে রিফাত (৯)। তারা আধাপাকা ওই ঘরে ভাড়া থাকতেন। নিহত গুলনাহার অন্যের বাসায় কাজ করতেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। টিন শেডের সেমি পাকা একটি ঘরের ভেতর সংযুক্ত শৌচাগারে পড়ে ছিল গুলনাহারের লাশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর মেঝেতে পড়ে ছিল নয় বছরের শিশুর লাশ। তার গলা কাটা রয়েছে। নিহত গুলনাহার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। ঘটনার সময় তার বড়মেয়ে কারখানায় ছিলেন

ওসি আরও বলেন, কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে খুনের কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।

এই বিভাগের আরো খবর