বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ

ডেস্কনিউজঃ চট্টগ্রামে গৃহবধূকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সৈয়দাবাদ এলাকার সালমা কলোনিতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- শফি (৩৪), বাদশা (৩৬), জাবেদ (২৮), রবিন (১৯) ও ইব্রাহিম (৩০)। রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে নগরের আতুরার ডিপো এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন এক দম্পতি। পথে সিএনজিচালকের সহযোগিতায় কয়েকজন বখাটে তাদের অপহরণ করে সৈয়দাবাদ এলাকার সালমা কলোনিতে নিয়ে যায়। এরপর স্বামীকে অটোরিকশায় আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করে।

তিনি আরো বলেন, ঘটনার পরপরই গৃহবধূর স্বামী থানায় বিষয়টি অবহিত করলে রাতভর অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনেছেন বাদী।

এই বিভাগের আরো খবর