রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অসহায় মানুষের কাছে ,নিরন্তর ছুটে চলা এক মানুষের নাম-মোঃ মাজহারুল ইসলাম সুজন

আল-ফেরদৌস রানা,বিশেষ প্রতিনিধি: অসহায় বিপদগ্রস্ত মানুষের কল্যানে দিনরাত অনন্ত পরিশ্রম করে যাচ্ছেন, আগামী ঠাকুরগাঁও ২ আসনে আওয়ামীলীগ কান্ডারি, জনপ্রিয় জনাব মাজহারুল ইসলাম সুজন ।পাখি ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে দুঃখী মানুষের সেবায় নিজেকে নিযোজিত রেখেছেন।।
উত্তর থেকে দক্ষিন, পুর্ব থেকে পশ্চিম। প্রতিটি ওয়ার্ডে এলাকায় চলছে তার সহায়তা,এ চলার যেনো শেষ নেই।।

সুজন ঠাকুরগাঁও ২ আসনের গরীব অসহায় মানুষের এক বাস্তব অাশ্রয় স্থলের নাম যেনো ‘সুজন’ সহজ সরল,নির্লোভ ,নিরহংকার,,সাদামাঠা জীবনের এক প্রানবন্ত মানুষের মুর্ত প্রতিকের নাম ‘ সুজন’ যার ধ্যান জ্ঞান ,আশা আকাংখা, চাওয়া পাওয়া সবকিছু অসহায় মানুষকে ঘিরে।

তার এই মহান মানবতার কর্ম যজ্ঞের নেই কোনো প্রচার প্রচারনা ,থাকেনা কোনো মিডিয়া, সাংবাদিক প্রচার যন্ত্রের অানাগোনা। পুরোপুরি প্রচারবিমুখ কাজ প্রিয় এক অন্যরকম মানুষ যেনো তিনি। কর্ম ধর্ম সততা অার নৈতিকতার এক অনন্য উদাহরন তিনি।

বালিয়াডাঙ্গী উপজেলা তাতীলীগের সভাপতি জনাব মো: সাদেকুল ইসলাম সাদেক বলেন এমন একজন মানুষ ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পেয়ে আজ আমরা গর্বিত।আমরা তার সাফল্য ও সুসাস্থ কামনা করি।

এই বিভাগের আরো খবর