সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে দুই যুবকের পেট থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার আটক ২

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্রোগ্রাম থেকে লাহিড়ীগামী শ্যামলী পরিবহনের দুই যাত্রীর পেট থেকে ৩ হজার দু’শ ৮০ পিজ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনর্চাজ মো. হাবিবুল হক প্রধান জানান, ২৬ আগস্ট বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্রোগ্রাম থেকে ছেরে আসা লাহিড়ীগামী শ্যামলী পরিবহনের দুই ইয়াবা ব্যবসায়ীকে সন্দেহজনক অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। পরে থানায় এনে তাদের স্বীকারোক্তিতে জানতে পারি পায়ুপথদিয়ে গত সোমবারে চট্রোগ্রামে বিশেষ কায়দায় একজনের পেটে ৩ টি আরেক জনের পেটে ৪টি মোট ৭টি পটলা রয়েছে।

পরে তাদের ডাক্টারি পরীক্ষার পর মেডিসিন সেবন করিয়ে মল ত্যাগের মাধ্যমে ৭টি পটলা বের করা হয়।
ওই পটলা থেকে ৩ হাজার দুই শত ৮০ পিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটকৃত ইয়াবা ব্যবসায়ী দুইজন হলেন উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ঝিকরা বেলসারা গ্রামের মৃত নুরোল হকের ছেলে মিজানুর রহমান (৩৮) ও আনসারুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৪) কে
পরে মাদক আইনে মামলাদিয়ে তাদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর