মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে সাপের কামড়ে আলাল উদ্দীন (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্কুল ছাত্র আলাল পার্শ্ববর্তি কুমারীডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল ৯টার দিকে আলাল তার নানা বাড়ি সহড়াবাড়িয়া গ্রামে মারা যায়।
স্থানীয়রা জানান.আলাল কয়েকদিন আগে তার নানা সহড়াবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে আসে। অন্যান্য রাতের ন্যায় বুধবার দিবাগত রাতে সে নানার বাড়িতে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে তাকে বিষধর সাপে কামড় দেয়। এসময় সে চিৎকার দিলে,নানার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা দিতে স্থানীয় কবিরাজের বাড়িতে নেয়। কবিরাজ চিকিৎসা দেয়ার আগে সে মৃত্যুকোলে ঢলে পড়ে।