মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সুস্থ আছেন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম,পি মুক্তিযুদ্ধকালীন সময়েই উনার সাহসের স্বাক্ষর রেখেছেন যা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত।কৈশোর থেকে অদ্যাবধি একজন শক্তিশালী মানসিকতার ব্যক্তি তিনি।

গত ২৩/০৮/২০২০ তারিখে Covid-19 পজিটিভ সনাক্ত হয়েছেন এবং ২৪/০৮/২০২০ তারিখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

কোভিড আক্রান্ত হলেও তাঁর শরীরে তেমন কোন উপসর্গ নেই।বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই তথ্য জানিয়েছেন বিএসএমএমইউ-এর কোভিট ইউনিটে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মতিন।তিনি জানান, ‘আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি মহোদয় ডায়াবেটিস,উচ্চরক্তচাপসহ অন্যন্য কিছু রোগে দীর্ঘদিন থেকেই চিকিৎসা নিচ্ছেন। কোভিড নিয়ে তেমন কোন জটিলতা নেই। তবে সাবধানতার জন্যই তাঁকে এখানে রাখা হয়েছে’। এমপি দবিরুল ইসলামের শরীরের অন্যন্য প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেবের বড় ছেলে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন জানান, বঙ্গবন্ধু কন্যার প্রতি আমাদের অনিঃশেষ কৃতজ্ঞতা।আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় এম পি সাহেব ভাল আছেন।আপনারা সবাই এম পি সাহেবের জন্য দোয়া করবেন উনি যেন তারাতারি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে।।

এই বিভাগের আরো খবর