বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদী সদর হাসপাতাল দালালদের আখড়া,জিম্মি সাধারণ মানুষ   

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী সদর হাসপাতাল হয়ে উঠেছে দালালদের আখড়া এই হাসপাতালে আছে দালালদের সংঘবদ্ধ চক্র । হাসপাতালের সব জায়গায় এদের অবাধ বিচরন। হাসপাতালের গেট, জরুরী বিভাগ, অপারেশনথিয়েটার, আউটডোর কোথায় নেই এরা? হাসপাতালে রোগী এলেই তারা হামলে পড়ে। তাদের কাজই হচ্ছে রোগী ভাগিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়া। ঔষধ কিনতে হলেও তাদের পছন্দের দোকান থেকে কিনতে হয়। হাসপাতালে রয়েছে  তাদের দুর্দান্ত প্রতাপ ফলে দালাল চক্রের কাছে সাধারন রোগীরা জিম্মি। এমনই একজন ভুক্তভোগী তার বাবাকে নিয়ে সদর হাসপাতালে গেলে দালালদের  হয়রানির শিকার হন ও তিনি ফেসবুকেও তার সাথে ঘটে যাওয়া ঘটনা লিখে পোস্ট করেন।  দালালরা স্থানীয় এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে দালালী করার কারনে বিভিন্ন এলাকাথেকে আগত রোগীরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেনা। অপর দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে কিছু বলতে সাহস পায়না। উপরন্ত দালালরা হাসপাতালের চিকিৎসকদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে থাকেন বলেও জানা যায়  ।

এই বিভাগের আরো খবর