সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে করোনা আক্রান্ত আরও তিন বাড়ি লকডাউন

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা প্রশাসক বলেন করোনা আক্রান্ত ব্যক্তি কোন অপরাধী নন,তিনি একটি দূর্যোগ বা পরিস্থিতির শিকার মাত্র। তাই ঘৃণা নয় বরং ভালবাসা, মানবতা ও সহযোগিতার হাত প্রসারিত করুন। ০৫ মে সোমবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদীর সম্মানিত সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনার আলোকে করোনা প্রতিরোধে কুইক রেসপন্স টিম মোঃ শাহ আলম মিয়া, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নরসিংদী সদর এঁর নেতৃত্বে শনাক্তকৃত ০৩ জন  করোনা পজিটিভ রোগীর বাসা লকডাউন করেন। এ কার্যক্রমে কুইক রেসপন্স টিমের অন্যান্য সদস্য, জেলা পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিগণ সহযোগিতা প্রদান করেন।
এসময় নিম্নলিখিত কার্যক্রম গৃহীত হয়:
১.রোগীর স্বাস্থ্যের বর্তমান অবস্থার খোঁজ নেয়া হয় এবং লিপিবদ্ধ করা হয়
২.রোগীর হোম আইসোলেশন তদারকি করা হয়
৩.আক্রান্তের পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়
৪.আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী সম্পর্কে খোঁজ নেয়া হয়।ক্ষেত্রমতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেয়া হয়।
৫.আক্রান্ত ব্যক্তির বাড়িতে  জীবাণুনাশক ছিটানো হয়।
৬.আক্রান্ত ব্যক্তির বাড়িতে প্রবেশ ও বাহিরে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং সতর্কতামূলক স্টিকার লাগানো হয়
৭.প্রতিবেশিদের করোনা আক্রান্ত ব্যক্তি বা রোগীকে স্বাস্থ্যবিধি মেনে সহযোগিতা করতে অনুরোধ করা হয়।
৮.যেকল প্রতিবেশি বা ব্যক্তি করোনা আক্রান্ত রোগী কিংবা তার পরিবারকে অসহযোগিতা,যোগাযোগ বিচ্ছিন্নতা সৃষ্টি, হেয়প্রতিপন্নকরণ,প্রতিবন্ধকতা তৈরি,কটূক্তিকরণ এমনকি বয়কট করার মত পরিস্থিতি তৈরি করেছিল  বা করার সম্ভাবনা ছিল তাদেরকে এ ধরণের অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য  কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়।অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯.প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রাপ্তির জন্য করোনা প্রতিরোধ সেলের সাথে নিবিড় যোগাযোগ রাখতে বলা হয়
১০.পরিবারের সদস্যদেরকে ভয় না পেয়ে স্বাস্হ্যবিধি মেনে রোগীর শুশ্রূষা করতে বলা হয়
১১.রোগীর শারীরিক পরিস্থিতি জটিল বা অবনতি হলে দ্রুত করোনা প্রতিরোধ সেল বা কুইক রেসপন্স টিমের সাথে যোগাযোগ করতে বলা হয়।

এই বিভাগের আরো খবর