সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করনের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : সরকারী ও বেসরকারী যে কোন চাকরিতে আবেদনের বয়সসীমা সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৩৫ বছর উন্নিত করনের দাবিতে মানববন্ধন ও পথ সভা করেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্থা মোড়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ও সকল কলেজ- বিশ্ববিদ্যালয়ের সমিল্লিত ছাত্র ঐক্যের প্রায় দুই শতাধি ছাত্র এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সাধারণ ছাত্র পরিষদের নেতা সাংবাদিক আব্দুস সবুর, রেজাউল করিম ও জুয়েল রানার নেতৃত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, উসমান আলী, মাসুদ রানা মুন্না, সেলিনা পারভিন, আব্দুস সবুর খান, সিনিয়র সাংবাদিকদ হারুন-অর রশিদ, এসএম মশিউর রহমান সরকার ও সফিউল কায়সার প্রমুখ।

এই বিভাগের আরো খবর