মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীবরদীতে প্রকাশ্যে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক জাহিদ (১৮) কে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। ২৯ আগষ্ট শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার গোশাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে।

জানা যায়, নীপিড়নের শিকার স্কুলছাত্রী নানা বাড়িতে বেড়াতে এসে ২৯ আগষ্ট মামাতো বোনের সাথে বালিয়াচন্ডী এ.এ.পি উচ্চ বিদ্যালয়ে যায়। স্কুল থেকে ফেরার পথে বালিয়াচন্ডী গ্রামের মৃত লাল মামুদের ছেলে জাহিদ কর্তৃক নানা ধরনের ইভটিজিং এর শিকার হয়। এক পর্যায়ে রহমতপুর ব্রীজ সংলগ্ন পাকা রাস্তায় জাহিদ প্রকাশ্যে সবার সামনে জোরপূর্বক ওই স্কুল ছাত্রীর গালে চুমা দেয়। স্কুল ছাত্রী চিৎকার শুরু করলে জাহিদ ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদকে আটক করে থানায় নিয়ে আসে শ্রীবরদী থানা পুলিশ।
এ ঘটনায় যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রীর মামা বাদী হয়ে জাহিদকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ প্রসঙ্গে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন তালুকদার জানান, এ ব্যপারে সামাজিকভাবেও সবাইকে সচেতন হতে হবে। ঘটনা ঘটার আগে ঘটনা থামিয়ে দিতে হবে।
শ্রীবরদী থানা পুলিশ ইভটাজরদের রুখে দিতে সবসময় প্রস্তুত। এ ঘটনায় স্কুল ছাত্রীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক করা হয়েছে অভিযুক্ত জাহিদকে।

এই বিভাগের আরো খবর