মাসুদ আহমেদ খান,(পলাশ) নরসিংদীঃ পলাশ উপজেলায় হঠাৎ করেই বাড়ছে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। সোমবার (৩১ আগষ্ট) এই তথ্য নিশ্চিত করেছেন, পলাশ থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন। এ নিয়ে পলাশ উপজেলায় সর্বমোট করোনা রোগীর সনাক্ত হয়েছেন ২১২ জন। নতুন ১৫ জন রোগী শনাক্তের মধ্যে ঘোড়াশাল পৌরসভার টেঙ্গর পাড়ার ০১ জন, দড়িহাওলা পাড়ার ০২ জন, ঘোড়াশাল সারকারখানায় ০৩ জন, ওয়াপদা গেইট ০২ জন, চরসিন্দুর মালিতার ০১ জন, গজারিয়ায় ০১ জন, মাঝেরচরের ০১ জন, নরসিংহচরের ০১ জন, আরও ০৩ জন অন্যান্য স্থানের যারা পলাশে নমুনা পরীক্ষার জন্য জমা দেন। পলাশ থানার (ওসি) আরও জানান আক্রান্ত ব্যাক্তিরা হোম আইসোলেশনে থাকবেন। এ সময় কেউ বাড়ির বাইরে প্রবেশ করবেন না এবং বাড়িতে কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পরে তাদের নমুনা আবার সংগ্রহ করা হবে। এসময় তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পলাশ থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিদিরা ব্যাবস্থা করবেন।