রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৯৫০ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল মোট ৪৩১৬ জন কোভিড জনে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ২ লাখ ৮১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২০৯টি। এর মধ্যে ১৯৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথমবারের মতো চলতি বছরের ৮ মার্চ কভিড-১৯ রোগী শনাক্ত হন এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

এই বিভাগের আরো খবর