রবিবার, ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এসব পোনামাছ অবমুক্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীনসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের পুকুর, থানা পুকুর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পুকুর, আশ্রয়ন প্রকল্প পুকুর ও কাটাখালি অভয়াশ্রমে মোট প্রায় ৩৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

এই বিভাগের আরো খবর