মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুচলেকায় জামিন পেলেন আনিসুল হকসহ ৫ জন

ডেস্কনিউজঃ স্কুলছাত্র আবরার নিহতের মামলায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তারা।

শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন আবেদন মঞ্জুর করেন। আনিসুল হক ছাড়া অন্য আসামিরা হলেন—প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

এর আগে বুধবার স্কুলছাত্র আবরার হত্যা মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের মালামাল ক্রোকের আদেশ দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় ও তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গ্রেফতারে আইনি বাধা নেই বলেও জানানো হয়।

এ মামলায় প্রথম আলো সম্পাদকসহ পাঁচ আসামি জামিনে আছেন। আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার পরবতী দিন ধার্য করা হয়েছে।

এই বিভাগের আরো খবর