মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, আহত ৩৫

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি মসজিদের এসি বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯টায় মসজিদের ভেতরের একটি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই সময় মসজিদের ভেতরে থাকা ৩০-৪০ জন ছিলেন। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে তাদের অনেকেই আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

এই বিভাগের আরো খবর