মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক পিতা পুত্রের স্বেচ্ছায় আত্মসমর্পণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা চন্দ্রোকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে এসে স্বেচ্ছায় আত্মসমর্পন করেছে সোলে আহম্মেদ ও তার পিতা আ: রাজ্জাক। তারা উপজেলার বন্দটেকী গ্রামের বাসিন্দা। তারা জিআর মামলা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামি ছিলেন। আজ সোমবার সকালে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নিকট এসে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। আত্মসমর্পনের সময় তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন। চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনা আমরা বিট পুলিশিং কার্যক্রম শুরু করি এবং পলাতক আসামীদের তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পন করতে উৎসাহীত করি। তার ধারাবাহিকতায় আজ পিতা পুত্র স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। আমরাও তাদের স্বাগত জানাই এবং বন্ধু সুলভ আচরন করি। এতে অন্যান্যরাও স্বেচ্ছায় আত্মসমর্পন করতে উদ্বুদ্ধ হবে।

এই বিভাগের আরো খবর