মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে শেখ রাসেল আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে শেখ রাসেল আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫সেপ্টেম্বর শনিবার উপজেলার গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গজনী আচিক চাদাম্বে ক্লাবের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এ ফাইনাল খেলায় ৪/১গোলে বড় গজনী জাগতিক একা দশকে পরাজিত করে হালুয়াঘাটের রাংরাপাড়া একাদশ বিজয়ী হয়। দু’দিন ব্যাপি এ খেলার শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো,আবু তাহের। প্রধান অতিধি হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনার উল্যাহ। উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি, নবেস খকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন এলাকা থেকে শতশত দর্শনার্থী অংশ গ্রহন করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

এই বিভাগের আরো খবর