এম ইসলাম দিলদার,রাজশাহীঃ রাজশাহীর বাঘা রিপোটার্স ক্লাব তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ ১১সদস্য কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (০৭-০৯-২০২০) রাতে বাঘা থানা মোড়ে অবস্থিত বাঘা রিপোটার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সর্বোসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। বাঘা রিপোটার্স ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ নিম্নরুপ :
সভাপতি- মোঃমহিদুল ইসলাম(দৈনিক আমার সময়), সহসভাপতি- মোঃআলমগীর হোসেন (দৈনিক ডেসটিনি), সাধারণ সম্পাদক- এম ইসলাম দিলদার (দৈনিক আমাদের রাজশাহী,মানবজমিন,চৌকস), সহ-সাঃসম্পাদক-হাবিল উদ্দিন (দৈনিক গনকন্ঠ ), সাংগঠনিক সম্পাদক-রবিউল ইসলাম
(দৈনিক নাগরীক ভাবনা,Mtvবাংলা), অর্থ সম্পাদক-এসএম হিমেল (দৈনিক জবাবদিহি, রাজ বার্তা), দপ্তর সম্পাদক- সোহাগ রানা সবুজ (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাজ্জাদ মাহমুদ সুইট (দৈনিক গনমুক্তি, ডোনেট বাংলাদেশ), নির্বাহী সদস্য- মোঃআলতাফ হোসেন(দৈনিক রাজশাহীর আলো), এমএ আল মামুন(স্টাফ রিপোটার দৈনিক সকালের সময়) মোঃমাসুদ রানা(অনলাইন নিউজ)
এরআগে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বাঘা রিপোটার্স ক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃমহিদুল ইসলাম। উল্লেখ্য, ২০২০ সালের ৩০জুুন বাঘা রিপোটার্স ক্লাবের যাত্রা শুরু হয়।