রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আইসিইউতে

ডেস্ক নিউজ : গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তবে তিনি কি ধরনের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানানো হয়নি।

এ বিএনপি নেতার সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর