শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজারে আজ ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে বাজার মনিটরিং করে ফরিদ ষ্টোর থেকে অবৈধ ১০৪ কেজি পলিথিন রাখার দায়ে – ফরিদ মিয়াকে -১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন১৯৯৫(সংশোধন২০১০) এর ১৫(১) ধারার টেবিল নং ৪(খ) এ বর্ণিত ৬ক ধারা লংঘন এর দায়ে ফরিদ মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপস্থিত ছিলেন – মোঃ রাসেল নোমান সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়, শেরপুর। নয়ন কুমার রায় পরিদশর্ক,পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়, শেরপুর। জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।