শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ‘বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় সফট স্কিল প্রশিক্ষনার্থীদের ২০ জন ওস্তাদ ও ৪০ জন সারগেদের মাঝে আনুষ্ঠানিক ভাবে অনুদানের চেক বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান। এছাড়াও অন্যান্যদের মাঝে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. আবুল মুনসুর আহাম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন প্রমুখ উপস্তিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, ৪০জন সারগেদের মাঝে জনপ্রতি ২৩ হাজার ও ৪০জন ওস্তাদের মাঝে জনপ্রতি ২হাজার১শ৬০টাকা করে প্রদান করা হয়েছে।