রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ১ হাজার ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ তালিকাভূক্ত পাঁচ  মাদক ব্যবসায়ী গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায়,  শনিবার (১২ সেপ্টেম্বর ) ডিবি,নরসিংদীর পৃথক অভিযানে এসআই মোস্তাক আহম্মেদ, এসআই তাপস কান্তি রায়, এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকা হতে তালিকাভুক্ত ০৫ (জন) মাদক ব্যবসায়ী কে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। পএসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৬:৫০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন নাগরিয়াকান্দি  হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) দুলাল মিয়া(৩৫), পিতামৃত- ফয়েজ উদ্দিন শেখ, সাং- বটতৈল, থানাও জেলা-কুষ্টিয়া, (২) আরিফ @ ঘাড়কাটা আরিফ (৩২), পিতা-শহিদ মিয়া,সাং- নাগরিয়াকান্দি, থানা ও জেলা- নরসিংদীদ্বয়কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।  এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৮:৩০ ঘটিকায় রায়পুরা থানাধীন চরমরজাল হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (৩) মোঃ কাজল মিয়া (৪৮),পিতামৃত-আঃ খালেক,সাং- চরমরজাল,থানা-রায়পুরা, জেলা – নরসিংদীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ  পলাশ থানা এলাকার খানেপুর হতে ১৩:০৫ ঘটিকায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (৪) সুমন (২৪),পিতা-মোস্তফা, সাং-খানেপুর,থানা- পলাশ,জেলা- নরসিংদীকে ২০০ পিস ইয়াবা ও একই টিম ২১:৩০ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন সৈয়দনগর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৫) মোঃ রাশেদুল (৩০),পিতা- নাঈম মিয়া,সাং-ঘাশিরদিয়া,থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। ডিবি নরসিংদীর কার্যক্রমে মোট আসামী গ্রেফতার ০৫ (পাঁচ) জন,ইয়াবা উদ্ধার ১,০০০ (এক হাজার),উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩,০০,০০০/=(তিন লক্ষ) টাকা। গ্রেফতারকৃত আসামী দুলালের বিরুদ্ধে ৪ টা, আরিফের বিরুদ্ধে ৯ টা, কাজলের বিরুদ্ধে ৩ টা, সুমনের বিরুদ্ধে ১ টা মাদক মামলা আছে।  এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর