শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে ধুলঝাড়ী এতিমখানা ও মাদ্রাসার শুভ উদ্বোধন করেন-সুজন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: অসহায় বিপদগ্রস্ত মানুষের কল্যানে দিনরাত অনন্ত পরিশ্রম করে যাচ্ছেন, ঠাকুরগাঁও ২ আসনে আওয়ামী লীগ কান্ডারি,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মো: মাজহারুল ইসলাম সুজন। পাখি ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে দুঃখী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সকালে খাওয়ার সময় নাই,দুপুরে কোনোদিন খাবার সময় পান, অাবার কোনোদিন না খেয়েই চলে অবিরাম পথ চলা।উত্তর থেকে দক্ষিন, পুর্ব থেকে পশ্চিম। প্রতিটি ওয়ার্ডে এলাকায় চলছে তার সহায়তা,এ চলার যেনো শেষ নেই।।

আজ সোমবার দুপুর ১২টাই রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে ধুলঝাড়ী এতিমখানা ও মাদ্রাসার উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হয়ে শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না’ সহ আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

এই বিভাগের আরো খবর