মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৭ নভেম্বর) রাতে অভিযুক্ত পাপ্পু খন্দকারের বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। এর আগে গত ২৬ অক্টোবর এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত পাপ্পু খন্দকার ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আলম খন্দকারের ভাই। পুলিশ ও নির্যাতিতা গৃহবধূর পরিবার জানায়, গত ২৬ অক্টোবর তার গাড়ি চালকের মাসিক বেতন দেওয়ার কথা ছিল পাপ্পুর। বেতনের টাকা গাড়িচালক বাজে খরচ করে ফেলবে, এই অজুহাত দেখিয়ে চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন গাড়ির মালিক পাপ্পু খন্দকার। পরে মালিকের কথা অনুযায়ী চালক তার স্ত্রীকে গাড়িতে করে নিয়ে আসেন। ওই সময় পাপ্পু খন্দকার তার দোকানে গাড়িচালককে আটকে রেখে গাড়ির ভেতরেই তার স্ত্রীকে ধর্ষণ করেন। পরে গত শুক্রবার (৬ নভেম্বর) স্ত্রীকে আবারও নিয়ে আসার জন্য গাড়িচালককে চাপ দেয় গাড়ির মালিক পাপ্পু খন্দকার। চালক এতে রাজি না হয়ে শনিবার রাতে পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদতের বিরুদ্ধে পলাশ থানায় অভিযোগ করেন।

পুলিশ জানায়, “ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে। নির্যাতিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।”

এই বিভাগের আরো খবর