আন্তর্জাতিক ডেস্ক : এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোট ও ইলেকটোরাল ভোটে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। বাইডেনের জয়ে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি চীন।
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একেবারে তিক্ত পর্যায়ে নিয়ে গেছেন। তিনি বিদায় হলেও শিগগিরই যে দুই দেশের উত্তেজনা দূর হবে না, সেটা বোঝাই যাচ্ছে।
মার্কিন এক শীর্ষ কূটনীতিকের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পণ্য আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করার পর সিদ্ধান্ত নেবেন জো বাইডেন।
চীনের আঞ্চলিক আধিপত্য মোকাবেলায় জো বাইডেন প্রশাসন এশিয়ায় তাদের জোট পুনর্গঠন বা ভিন্ন উপায়ে কাজ করার ব্যাপারে চেষ্টা করবে।
সূত্র : বিবিসি।