নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৩৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৩ হাজার ৭৭০ জন।
এ ছাড়া একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে আরও ০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হলো। যারা মারা গেছেন সকলেই পুরুষ।
শনিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।