মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াইলে ১শত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকুট দাস মধু,তাড়াইল,কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের তাড়াইলে ১শত পিছ ইয়াবাসহ জুয়েল রানা (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

জানা গেছে,শনিবার(১৪নভেম্বর) দুপুর ২টা ৩০মিনিটের দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাউতি ইউনিয়নের নোয়াগাঁও সরকারী আবাসনের ৮নং ঘরের সামনে থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ জুয়েল রানাকে গ্রেফতার করে।ধৃত জুয়েল রানা পার্শবর্তী নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

ডিবি’র এসআই রাজীব আহমেদ(পিপিএম) এর নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই নেছার উদ্দিন, এএসআই মনির হোসেন।

মাদক ব্যবসায়ী জুয়েল রানার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০( ক) ধারায় তাড়াইল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।মামলা নং-১১।

এসআই রাজীব আহমেদ(পিপিএম) জানান,মাদক ব্যবসায়ী জুয়েল রানার বিরুদ্ধে নেত্রকোণা জেলার
কেন্দুয়া থানায় মাদকের মামলা রয়েছে।তিনি আরও জানান,জুয়েল রানা ডিবি হেফাজতে আছে।রবিবার (১৫নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

 

এই বিভাগের আরো খবর