রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়িতে চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থী বলাৎকারের শিকার

তানভীর হোসাইন রাজু,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় এক চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে বলে জানা গেছে। শনিবার বিকালে ফুলবাড়ি থানার পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ি হাসপাতালে এরপর কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরে একই গ্রামের দুলু মিয়ার দশম শ্রেনী পরুয়া ছেলে কপিল উদ্দিন(১৪) টেলিভিশন দেখার কথা বলে কৌশলে বাড়িতে ডেকে বলাৎকার করে।  এসময় শিশুটি চিৎকার করলে কপিল পালিয়ে যায়। এ ব্যাপারে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, বলাৎকারের ঘঠনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নির্যাতনের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর