বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমান উড়িয়ে ট্রলের শিকার ‘তিতলি’

বিনোদন ডেস্ক :  ভারতীয় ধারাবাহিকগুলোর ব্যাপক জনপ্রিয়তা থাকলেও মাঝেমধ্যে চরিত্রগুলোর কর্মকাণ্ডে দর্শকের চোখ কপালে ওঠে।

সিরিয়ালগুলোর নায়ক-নায়িকারদের এমন সব অসাধ্য সাধন করতে দেখা যায়, যেখানে বিজ্ঞান ও যুক্তি নিরব।

তেমনই এক অসাধ্য সাধন করতে যাচ্ছে ‘তিতলি’ নামে স্টার জলসার ধারাবাহিকটির নায়িকা চরিত্র।

ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে প্রকাশ হয়েছে।  এরপরই নেট দুনিয়ায় হাসির খোরাকে পরিণত হয় টিম তিতলি।

তিতলিকে নিয়ে ট্রলে ভাসছে ভারতের সোশ্যাল মিডিয়া।

প্রোমোতে দেখা গেছে, কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রথমবার উড়োজাহাজে ওঠেই পাইলটের দায়িত্ব পালন করছেন তিতলি’ ধারাবাহিকের নায়িকা।

ঘটনাতে দেখা যায়, স্বামী সানিকে নিয়ে জীবনে প্রথমবার প্লেনে চড়েন তিতলি। এ সময় হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে সিট ছেড়ে পড়ে যান পাইলট।  নির্বিকার হয়ে চেয়ে থাকেন কো-পাইলট।  এসময় ককপিটে স্বামীকে নিয়ে ঢুকে পড়েন তিতলি। তারপর অভিজ্ঞ পাইলটের মতো দ্রুত একের পর বাটন টিপে উড়োজাহাজ কন্ট্রোলে নেন তিতলি।  অথচ কোনো বিমান ওড়ানোর কোনো প্রশিক্ষণই নেই তিতলি।  এমনকি এর আগে বিমানেই চড়া হয়নি তার।

এই প্রোমো ঘিরে ট্রলের বন্যায় ভাসছে ‘তিতলি’।  এমন হাস্যকর স্ক্রিপ্ট কি করে লেখা হয় সে নিয়ে প্রশ্ন ছুড়ছেন অনেকে।

এই বিভাগের আরো খবর