বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার করোনায় আক্রান্ত     

মোঃ সালাহউদ্দিন আহমেদ:  নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান, শারীরিকভাবে কোন জটিলতা না থাকলেও দ্রুত করোনামুক্ত হতে রবিবার  (১৫ নভেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। উল্লেখ, নরসিংদী পুলিশ সুপার হিসেবে প্রলয় কুমার জোয়ার্দার বিপিএম বার পিপিএম যোগদানের পর থেকে বিভিন্ন অপরাধসহ চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস ও মাদক দমনে উল্লেখযোগ্য অবদান রেখে নরসিংদী বাসীর প্রসংশা কুড়িয়েছেন পুলিশ সুপার, নরসিংদী।

এই বিভাগের আরো খবর