ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদরসহ তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হল ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও আপন দুই সহোদর গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল (১৪)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার বিকেলে ওই সড়কের মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ঘাতক ট্রাক্টর আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে যায় বলে জানান তিনি।