মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়িতে লাউ চাষ করে স্বাবলম্বী লাউ চাষীরা

তানভীর হোসাইন রাজু,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়িতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন লাউ চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে আরো বেশি লাভবান হবে বলে আশাবাদী লাউ চাষীরা। ফুলবাড়ি কশিপুর ইউনিয়নের লাউ চাষী রানা বলেন,আমি ১২হাজার টাকা ব্যায়ে ১৫ শতক জমিতে লাউয়ের বীজ বপন করেছি। ফলনও ভালো হয়েছে। প্রতিটি লাউ গড়ে ৩০-৪০ টাকা দরে বিক্রি করেছি। মোট ৪০ হাজার টাকা বিক্রি করে লাভবান হয়েছি। দাশিয়ার ছড়ার কৃষক খোকন মিয়া জানান,আমি ৬  শতক জমিতে লাউ চাষ করেছি প্রতিটি লাউ ৩৫-৪০ টাকা দরে বিক্রি করতেছি। বর্তমান বাজার অব্যাহত থাকলে অনেক লাভবান হবো। বালারহাটের কৃষক জলিল মিয়া জানান, জমিতে সহপরিবার মিলে শ্রম দিয়েছি। নিজের গৃহপালিত গরুর গোবর থেকে সারের যোগান দেয়ায় মাত্র ১ হাজার টাকায় ১০ শতক জমিতে লাউ চাষ করেছি। ৩০টাকা দরে প্রায়  ৪ হাজার টাকার লাউ বিক্রি করেছি। আশা করি বাজার দর ভালো থাকলে আরো ৩-৪ হাজার টাকার লাউ বিক্রি করতে পারো। লাউ চাষে খরচ কম। লাউ চাষে কৃষকরা এগিয়ে আসলে বাজারে চলমান সবজির ঘাঠতি পূরন হবে, তেমনি তারা লাভবান হবেন। ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশিদ বলেন, লাউয়ের চাষ দোআঁশ মাটিতে ভালো হয়। নিয়ম অনুযায়ী পরিচর্যাসহ দোআঁশ মাটিতে লাউ চাষ করলে  ও আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা থাকে। শাক হিসাবে চাষ করতে চাইলে প্রতি শতক জমিতে লাউ শাক বিক্রি করে প্রায় ৪-৫ হাজার টাকা আয় করা যায়। আওয়ামীলীগ সরকার কৃষকদের পৃষ্টপোষকতা করেন। কোন জমি যাতে পতিত না থাকে এ জন্যে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর