মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায় ও মাহমুদুল হাসান মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিবাগত রাতে পাচঁদোনা মোড় হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) হুমায়ুন(২৫), পিতামৃত-একরামুল হোসেন, সাং নাগেরহাট (পাঁচদোনা) (২) তন্ময়(২৫), পিতা- নওশের আলী, সাং- চৌয়া, উভয়থানা- মাধবদীদের ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এবং এসআই মাহমুদুল হাসান মাধবদী থানাধীন আসমান্দীরচর হতে ০২:০৫ ঘটিকায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (৩) নয়ন মিয়া (২৭), পিতা – বাবুল মিয়া, সাং- শালিধা, থানা-নরসিংদী, (৪) কাউয়ুম বাবু(৩০) ,পিতা- মুনসুর আলী, (৫) লালন মিয়া ( ২৫),পিতা- রাজা মিয়া, উভয়সাং- আসমান্দীরচর, থানা-মাধবদী, (৬) আরমান সরকার ( ৪০), পিতা- হাশেম, থানা- নরসিংদী, সর্বজেলা- নরসিংদীদের ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে স্যার। মোট ইয়াবা উদ্ধার ৭৬০ পিস, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,২৮,০০০/= টাকা। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে।
এ সংক্রান্তে মাধবদী থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর