রফিকুল ইসলাম সুমন নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উত্তরন বিষয়ক এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর সোমবার ১১ টায় বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুর হোসেন মাসুদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস।
উক্ত মাসিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা
সহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ প্রমুখ।
সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের হাতে সাধারণ মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যে ১৭০০০ ( সতের হাজার) মাক্স প্রদান করা হয়।