শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে পাঁচশত পয়তাল্লিশ পিস ইয়াবাসহ চিহ্নিত পাঁচ  মাদক ব্যবসায়ী গ্রেফতার। পুলিশ জানায়, বুধবার (২৫ নভেম্বর ) ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ, এসআই তাপস কান্তি রায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন এবং ৫৪৫ পিস ইয়াবা উদ্ধার করেন। এসআই মোস্তাক আহম্মেদ নরসিংদী মডেল থানাধীন শালিধা নতুন বাসস্ট্যান্ড হতে ০৮:০৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ মকবুল হোসেন (৪৫), পিতামৃত- আসকর আলী, সাং- মনোহরদী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জকে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এবং (২৪ নভেম্বর) শিবপুর মডেল থানাধীন দক্ষিণ সাধারচর হতে ১৯:০৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (২) কামাল হোসেন (৩৭), পিতামৃত- নিজাম উদ্দিন, সাং- দক্ষিণ সাধারচর, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করেন।  এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানাধীন হাসনাবাদ হতে ২২:৩০ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (৩) আবু জহর @ কাওসার (২২), পিতা- আঃ রহমান, সাং- উওর মির্জানগর, থানা- রায়পুরা, (২) কামরুল ইসলাম (৩৮), পিতামৃত- বজলুর রহমান, (৩)সাগর(২৩), পিতা- রইছ উদ্দিন, উভয়সাং-পাহাড় উজিলাব, থানা- বেলাব, সর্বজেলা- নরসিংদীগণকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। মোট ইয়াবা উদ্ধার ৫৪৫ (পাঁচশত পয়তাল্লিশ) পিস।  গ্রেফতারকৃত আসামী মকবুলের বিরুদ্ধে ৮ টা মাদক মামলা, কামরুলের বিরুদ্ধে ৪ টা মাদক মামলা, সাগরের বিরুদ্ধে ১ টা মাদক মামলা আছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর