এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন ও করোনা সংক্রমণের আতঙ্কে চলছে কৃষি শ্রমিক সংকট। ফলে দেশের বিভিন্ন এলাকায় বোরো চাষিরা পরেছে বিপাকে। কৃষকে সর্বাত্তক সহযোগিতার নির্দেশ প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী।
সে মোতাবেক আজ ১১ মে সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম এর সার্বিক ব্যবস্থাপনায় বালিয়াডাঙ্গীর ৯৫ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করে পাঠিয়েছেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর ও নওগাঁ সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানন, উপজেলার এ ৯৫জন ধান কাটা শ্রমিককে জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় ও ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষার পর প্রেরন করা হয়। আক্কেলপুর ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইমেইলের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। কোন সমস্যা হলে তারা দ্রুত ব্যবস্থা নিবেন।