রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ ১ যুবককে আটক করেছে র‍্যাব

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র‌্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি সহ আমিনুল ইসলামকে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত আমিনুল ইসলামকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর