ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ১২ মাদকসেবী ও ও জুয়াড়িকে আটক করা হয়েছে। বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর এলাকা হতে তাদেরকে হাতেনাতে মাদকদ্রব্য ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক করে র্যাব। এদের মধ্যে ৭ জনকে মাদক সেবন ও ৫ জনকে জুয়া খেলার অপরাধে আটক করে র্যাব সদস্যরা। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃতরা হলো- পৌর এলাকার দরগাপাড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে আলী হাসান রানা (৪২), জোড়বাগান এলাকার মৃত আবু সাঈদের ছেলে শাহীন আলী (৪০), শিবতলার কুরবানের ছেলে মো. রুবেল (৩০), বারোঘরিয়ার মৃত ইমরান মন্ডলের রুহুল আমিন (৩৫), গনকা বিদিরপুরের কাউসার আলীর ছেলে মাইনুল ইসলাম (৩০), হুজরাপুরের বিশারদ আলীর ছেলে মাসুদ রানা (২৮), নয়ালাভাঙ্গা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৩৫), আলীনগর ভূতপুকুর এলাকার হাছন আলীর ছেলে নাহিদ আলী (১৮), মৃত মংলু হাসানের সাদ্দাম হোসেন (২০), মিজারুল ইসলামের ছেলে দিলজান (১৯), আনোয়ার হোসেনের ছেলে আনিসুর রহমান (১৮), শফিকুল ইসলামের ছেলে ইসহাক আলী (১৯)। অভিযানে ০৫ গ্রাম গাঁজা, নগদ ১০ হাজার টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। এনিয়ে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।