মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে কৃতি ফুটবলারদের সাথে পৌর মেয়র জামিল হোসেনের মতবিনিময়

হিলি প্রতিনিধিঃ- এক সময় হাকিমপুরের মাঠ কাঁপিয়ে তুলেছিলো হিলির কৃতি ফুটবলাররা। আর এসব প্রাক্তন কৃতি ফুটবলারদের নিয়ে মতবিনিময় করেছেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

বুধবার রাতে পৌরসভার কার্যালয়ে তাদের সাথে এই মতবিনিময় করেন তিনি।পরে প্রাক্তন কৃতি ফুটবলারদের মাঝে বিভিন্ন উপহার বিতরণ করেন। বিতরণ শেষে তাদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন পৌর মেয়র।

এসময় উপস্থিত ছিলেন সেলিম রেজা জিন্নাহ। তিনি ১৯৯২ সালে বাংলাদেশের উল্লেখযোগ্য ক্লাব বাদ্রার্স ইউনিয়নের রক্ষণ ভাগের নিয়মিত খেলোয়াড় ছিলেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান,এই প্রাক্তন খেলোয়াড়রা এক সময় হাকিমপুর উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। তাদেরকে পৌরসভায় একত্র করতে পেরে এবং এই কৃতি ব্যক্তিদের আপ্যায়ন করতে পেরে ও তাদেরকে কিছু উপহার সামগ্রী দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

এই বিভাগের আরো খবর