সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মুকুট দাস মধু ,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে ৪ মুদি ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে,সোমবার(১১মে) দুপুর সাড়ে১২টা থেকে বেলা আড়াইটর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যাবসায়ীকে ওই টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু রিয়াদ।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন তাড়াইল থানার এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে অপর ৪ পুলিশ সদস্য।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির আবদুল মমিন।

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা মোতাবেক পণ্যের মূল্য প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে সদর বাজারের পুরাতন ব্যাবসায়ী মৃত বীরেন্দ্র কিশোর পালের ছেলে গৌরাঙ্গ চন্দ্র পালকে ২০ হাজার,মৃত নেপাল চন্দ্র পালের ছেলে শংকর পালকে ১০ হাজার,মৃত কুমুদ রঞ্জন পালের ছেলে রাম প্রসাদ পালকে ১০ হাজার এবং মৃত চিত্ত রঞ্জন পালের ছেলে বিপ্লব কুমার পালকে ১০ হাজার সহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।পরে আদায়কৃত টাকা একইদিনে স্থানীয় সোনালী ব্যাংকে নির্ধারিত একাউন্টে জমা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু রিয়াদ বলেন,সাধারন জনগনকে ঠকিয়ে এক ধরনের ব্যাবসায়ীরা রাতারাতি লাভবান হচ্ছে।এটা চলতে দেয়া যায়না।সরকারের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ প্রক্রিয়া চলমান থাকবে।

 

এই বিভাগের আরো খবর