মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে জেলা পুলিশের শুভেচ্ছা

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  নরসিংদী জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এডভোকেট জনাব আব্দুল বাছেদ ভূঞা ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট জনাব শহিদুল্লাহ মিয়া নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ, নরসিংদীর পক্ষ থেকে এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  (২৬নভেম্বর) নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এড. আবদুল বাছেদ ভূঁঞা ২৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি এড. মোঃ মিজানুর রহমান নাজির (আরমান) পেয়েছে ১২৪ ভোট এবং এড. মনসুরুল ইসলাম ভূঁঞা পেয়েছে ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক এড. খন্দকার আতাউর রহমান পেয়েছে ১৭৭ ভোট। সহ সম্পাদক পদে এড. রাজিয়া সুলতানা জুপি ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী এড. মোহাম্মদ মাইন উদ্দিন অপু ২২৮ ভোট পেয়েছে। কোষাধ্যক্ষ পদে এড. মোহাম্মদ শিহাব উদ্দিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী এড. মোঃ ফারুক মিয়া ১৩৯ ভোট এবং এড. বিলকিস আক্তার ৮৬ ভোট পেয়েছে। নরসিংদী আইনজীবী সমিতির -২০২১ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক পিপি এড. এম এ হান্নান ভূঁঞা, সহকারী নির্বাচন কমিশনার এড. মোঃ শাহজাহান ও এড. মোঃ হাবিবুল্লাহ শিকদার।

এই বিভাগের আরো খবর