নিজস্ব প্রতিবেদক : আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে ১ নং ওয়ার্ড নওগাঁ গ্রামে গণসংযোগ করেছেন মেয়র পদ-প্রার্থী রুস্তম আলী প্রাং। শুক্রবার সকালে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে এ নির্বাচনী প্রচার-প্রচারণা চালান তিনি।
এসময় রুস্তম আলী বলেন, নাগরিক হলো রাষ্ট্রের সম্পদ, আর কেশরহাট পৌরসভার সম্পদ হলো সকল পৌরবাসি। আপনার মূল্যবান ভোট এমন একজনকে দিবেন যে আপনাদের ভোটের সু-ব্যবহার করবে, পৌর এলাকার উন্নয়ন করবে। আমি মেয়র নির্বাচিত হলে আমি ডোর টু ডোর পৌর সেবা পৌঁছিয়ে দিবো ইনশাআল্লাহ।
এসময় এলাকাবাসিরা বলেন, জনগনের কথা বলবে, জনগন কে ভালোবেসে পাশে থাকবে, এমন মেয়র এবার আমরা নির্বাচিত করবো। আমাদের গ্রামের ভিতরে চলাচলের জন্যে পৌরসভার কার্পেটিং রাস্তা নাই, পৌরসভার অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। আমরা পৌরসভায় গেলে মেয়র আমাদের চিনতে পারেনা, আমাদের পৌর অধিকার আমরা চাই। আমরা এবার পৌর এলাকার উন্নয়ন করবে, এমন মেয়র কেই ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করবো।