শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোহনপুরে ওসি’র সাথের সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : মোহনপুর থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মাদ তৌহিদুল ইসলাম ও ওসি (তদন্ত) তৌহিদুর রহমানের সাথে মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার সন্ধ্যায় এ মত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন।সাধারন সম্পাদক মুত্তাকিন আলমের পরিচালায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রতন মাস্টার, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, রায়হানুল হক রিফাত, আসগর আলী সাগর, মোস্তফা কামাল, জাহিদুল রশিদ, জুয়েল রানা, ফয়সাল হোসেন, আনসার তালুকদার স্বাধীন, সুমন শান্ত প্রমুখ। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম সাংবাদিকদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রদানে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্য বহুল সংবাদ পরিবেশন করতে হবে, যেন ঐ সংবাদ দেশ ও জাতির কল্যান বয়ে আনে। সাংবাদিকরা সমাজের বিবেক এবং সংবাদ প্রত্র সমাজের দর্পণ। সমাজের বাস্তব চিত্র তুলে ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে আইন শৃঙখলা রক্ষা বাহিনীর সহায়ক ভূমিকা রাখতে, আবার উন্নয়নমূলক কর্মকান্ডেরর চিত্র ধরে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এই সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর