মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মাদক সহ যুবক গ্রেপ্তার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ মাসুদ রানা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের রামকৃষ্টপুর মহল্লার তরিকুল ইসলামের ছেলে। ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২ টার দিকে অভিযান টি চালায় ডিবি পুলিশ। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স ওসি বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান টি পরিচালনা করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর