ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার ২৬ নভেম্বর রাত ৯ টায় র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর ফকিরপাড়া গ্রামের ফাইভ ষ্টার ইট ভাটার পশ্চিম পাশে আমবাগানে অভিযান পরিচালনা করে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ০৮ জন জুয়াড়ি কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন, আঃ করিম, লাল চাঁন মিয়া, সাদিকুল ইসলাম, লোকমান, লিটন আলী, মাসুদ রানা, জিয়ারুল ইসলাম ও সোহেল রানা। এ সময় জুয়াড়িদের কাছ থেকে পুরাতন প্লেয়িং কার্ড ৩ সেট, পুরাতন টর্চলাইট ৩টি, ১ টি লাল প্লাষ্টিকের কাগজ ও নগদ ৪,৮০০/- (চার হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা হয়েছে।