শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা

ডেস্ক নিউজ : সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষার স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আজ শনিবার নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে কমিটি। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষা। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান শনিবার জানান, করোনা পরিস্থিতির কারণে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।

এই বিভাগের আরো খবর