নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জনে পৌঁছাল, মোট মৃৃৃতের সংখ্যা ২৫০ জন। করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন।